আপন ফাউন্ডেশন মানবতার স্বার্থে ২০০৭ সাল থেকে কাজ করছে সারা বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় দাওয়াহ কারযক্রমের আওতায় সৌদি আরব, আরব আমিরাত সহ অন্যান্য দেশের দাতা সংস্থাদের সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলায় নির্দিষ্ট আয়তনের ০১ তালা মসজিদ এর পূন:নির্মান এর আবেদন গ্রহন করছে।

আপন ফাউন্ডেশন মানবতার স্বার্থে ২০০৭ সাল থেকে কাজ করছে সারা বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় দাওয়াহ কারযক্রমের আওতায় সৌদি আরব, আরব আমিরাত সহ অন্যান্য দেশের দাতা সংস্থাদের সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলায় নির্দিষ্ট আয়তনের ০১ তালা মসজিদ এর পূন:নির্মান এর আবেদন গ্রহন করছে।
মসজিদের সাইজ –
১. ৩১ ফিট বাই ২৪ ফিট এ কাতার হবে ভেতরে ৩ কাতার বাহিরে ২ কাতার।
২. ৩১ ফিট বাই ২৮ ফিট একাতার হবে ভেতরে ৪ কাতার বাহিরে ২ কাতার।
৩. মসজিদ ০১ তালা হবে এবং ফাউন্ডেশন ছাড়া ব্রিক ঢালাই হবে।
আবেদন করার জন্য প্রাথমিকভাবে নিন্মোক্ত কাগজসমূহ প্রয়োজন –
০১. মসজিদের নামে ওয়াকফকৃত ও রেজিস্ট্রিকৃত জমির দলিল।
০২. মসজিদ কমিটি কর্তৃক পূরনকৃত আবেদন ফর্ম যা ইউ. এন ও কর্তৃক সুপারিশকৃত।
৩. মসজিদের কমিটির মেম্বারদের ফোন নম্বর ও ন্যাশনাল আইডি নং সম্বলিত তালিকা
৪. কমিটির মেম্বারদের মসজিদ পূননির্মান সংক্রান্ত মিটিং রেজুলেশন।
৫. মসজিদের লোকেশন গুগল ম্যাপ থেকে নেয়া লোকেশনের বিস্তারিত ০১ পেইজে।
৬. মসজিদের চারপাশ থেকে নেয়া মসজিদের ছবি 3R সাইজ করে তুলে এক পাতায় নেয়া।
৭. নির্মান স্থল থেকে নিকট দূরত্বে রড, সিমেন্ট ইত্যাদি সাপ্লাই এর ২ বা ততোধিক ডিলারের তথ্য দেয়া, যারা নির্মানস্থলে মালামাল সরবরাহ করবেন এবং পরবর্তীতে মূল্য বুঝে নেবেন।
এছাড়া –
১. সম্পূর্ন নির্মান খরচের একটি অংশ ৩ লাখ থেকে ২.৫ লাখ টাকা সমপরিমান অংশগ্রহন কমিটির পক্ষ থেকে থাকা। যা শুধুমাত্র মসজিদ নির্মান এর চুক্তি সম্পাদন হবার পরই প্রয়োজন হবে।
২. মসজিদের নিকট দূরত্বে নির্মান শ্রমিকদের থাকার ব্যাবস্থা করা। খাবার নয়।
৩. মসজিদের অন্তত ২০ ফিটের মাঝে কবর থাকা যাবেন না। (১৯ ও ১৮ ফিট হলেও হবে)
সকল কাগজ রেডী করে; তারপর স্ক্যান করে ০১টি পিডিএফ ফাইল তৈরী করে নিচের ফর্ম পূরন করলেই হবে।
যে কোনো সমস্যা জিজ্ঞাসা [email protected] তে জিজ্ঞেস করতে পারেন।
সকল কাগজ স্ক্যান করে ০১টি পিডিএফ ফাইল তৈরী করে নিচের ফর্ম পূরন করলেই হবে।
২০২৫ সালে শুধুমাত্র নিচের জেলা সমূহের আবেদন গ্রহন করা হবে –
Lalmonirhat | Natore |
Jamalpur | Tangail |
Manikganj | Munshiganj |
Narayanganj | Netrokona |
Sylhet | Kishorganj |
Habiganj | Moulavibazar |
Shariatpur | Madaripur |
Rangamati | Bandarban |
Chattogram | Khagrachori |
Noakhali | Feni |
Chandpur | Lakshmipur |
BrahmanBaria | Comilla |
Barguna | Khulna |
Satkhira | Magura |
Pirojpur | Patuakhali |
Jhenaidah | Chuadanga |
Meherpur |